-->
ভালোবাসার অনন্য মাত্রার গান নিয়ে আসছে সায়ন্তনী-সাহিলের বোকা ঘুড়ি

ভালোবাসার অনন্য মাত্রার গান নিয়ে আসছে সায়ন্তনী-সাহিলের বোকা ঘুড়ি

প্রতিবেদন,তনুশ্রী গুহ:- ভালোবাসা, যার অনুভূতি হয় এক আলাদা। আর এই ভালোবাসা যা মানুষের জীবনে এক আলাদা গল্পের পরিপূর্ণতায় ভরে ওঠে। মানুষ তার ভালোবাসাকে ব্যক্ত করে একেক মহিমায়। এর এবার সকলের সামনে এক অভিনবত্বকে পাথেয় করে অন্বেষা এবং প্রাজ্ঞ দত্তের কন্ঠে আসতে চলেছে এক ভালোবাসার গল্পের গানের ভিডিও নিয়ে "বোকা ঘুড়ি"। 




চলতি মাসেই ক্লিকে আসতে চলেছে এই মিউজিক ভিডিওটি। জিৎ চক্রবর্তীর পরিচালনায় আসতে চলেছে এই মিউজিক ভিডিও। এখানে মুখ্য জুটিতে দেখা যাবে সায়ন্তনী গুহঠাকুরতা এবং মুম্বাই অভিনেতা সাহিল ফুলকে। ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা আর সেই ভাবনাকে নিয়েই ভালোবাসার এক অনন্য মাত্রা নিয়ে আসতে চলেছে এই মিউজিক ভিডিওটি। ভালোবাসার মানুষকে কিভাবে মনের অন্তস্থল থেকে ভালোবাসা যায়, আগলে রাখা যায় সেটি নিয়েই আসছে ভালোবাসায় পরিপূর্ণ মিউজিক ভিডিও "বোকা ঘুড়ি"। প্রসঙ্গত উল্লেখ্য যে, এটি ম্যাজিক লাইট প্রোডাকশন দ্বারা প্রযোজিত। এবং এটি Klikk OTT platform এ এবং Klikk Muzik YouTube চ্যানেল এ আসতে চলেছে।



0 Response to "ভালোবাসার অনন্য মাত্রার গান নিয়ে আসছে সায়ন্তনী-সাহিলের বোকা ঘুড়ি"

একটি মন্তব্য পোস্ট করুন